পলাশবাড়ীতে ট্রাক চাপায় মাদরাসা পড়ুয়া ছাত্র নিহত 124 0
পলাশবাড়ীতে ট্রাক চাপায় মাদরাসা পড়ুয়া ছাত্র নিহত
শাহারুল ইসলাম,পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসায় পড়ুয়া ২য় শ্রেণির ছাত্র ইসমাইল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে। জানা যায়,নিহত ইসমাইল বাইসাইকেল চালিয়ে বেংগুলিয়া বাজারে তার পিতার কাছে যাচ্ছিল। এসময় পলাশবাড়ীর দিকে আসা দ্রুত গতির একটি ইট বোঝাই (ঢাকা মেট্রো-ড ২১-২৫৭২) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। উপস্থিত জনতা ট্রাকটিসহ চালক আজাদুর রহমানকে আটক করে থানা পুলিশে সোপর্দ্দ করে। নিহত ইসমাইল কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের সাইকেল মেকার খলিল মিয়ার ছেলে। ঘাতক ট্রাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ থানার মুরাদপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।